Amay Abhabe Rekhechho

আমায় অভাবে রেখেছ সদা, হরি হে
পাছে অলস অবশ হয়ে যাই
আমায় অভাবে রেখেছ সদা, হরি হে
পাছে অলস অবশ হয়ে যাই
আমায় দাও নি প্রচুর ধনরত্ন
আমায় দাও নি প্রচুর ধনরত্ন
পাছে পাপে ডুবিয়া বয়ে যাই

আমায় অভাবে রেখেছ সদা, হরি হে
পাছে অলস অবশ হয়ে যাই

আমি না বুঝে রোষ-ভরে তোমারে, হরি
কত কী মন্দ কয়ে যাই
আমি না বুঝে রোষ-ভরে তোমারে, হরি
কত কী মন্দ কয়ে যাই
আর তোমার প্রেমের দান হারায়ে
ওগো তোমার প্রেমের দান হারায়ে
ঘরে ধরণীর ধুলো লয়ে যাই

আমায় অভাবে রেখেছ সদা, হরি হে
পাছে অলস অবশ হয়ে যাই

প্রভু, তোমার প্রেরিত শোক-দুঃখ
আমি নিরুপায় বলে সয়ে যাই
প্রভু, তোমার প্রেরিত শোক-দুঃখ
আমি নিরুপায় বলে সয়ে যাই

আমি অবিরত দু নয়ন মুদিয়া
ওগো অবিরত দু নয়ন মুদিয়া
স্বেচ্ছায় আঁধারে রয়ে যাই
প্রভু, স্বেচ্ছায় আঁধারে রয়ে যাই

আমায় অভাবে রেখেছ সদা, হরি হে
পাছে অলস অবশ হয়ে যাই
আমায় দাও নি প্রচুর ধনরত্ন
আমায় দাও নি প্রচুর ধনরত্ন
পাছে পাপে ডুবিয়া বয়ে যাই

আমায় অভাবে রেখেছ সদা, হরি হে
পাছে অলস অবশ হয়ে যাই
আমায় অভাবে রেখেছ সদা, হরি হে
পাছে অলস অবশ হয়ে যাই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link