Tomari Deoa Prane

তোমারই দেওয়া প্রাণে
তোমারই দেওয়া দুখ
তোমারই দেওয়া বুকে
তোমারই অনুভব

তোমারই দেওয়া প্রাণে
তোমারই দেওয়া দুখ
তোমারই দেওয়া বুকে
তোমারই অনুভব

তোমারই দু'নয়নে
তোমারই শোকবারি
তোমারই দু'নয়নে
তোমারই শোকবারি
তোমারই ব্যাকুলতা
তোমারই হা হা রব

তোমারই দেওয়া প্রাণে

তোমারই দেওয়া নিধি
তোমারই কেড়ে নেওয়া
তোমারই শঙ্কিত
আকুল পথ চাওয়া

তোমারই দেওয়া নিধি
তোমারই কেড়ে নেওয়া
তোমারই শঙ্কিত
আকুল পথ চাওয়া

তোমারই নিরজনে
ভাবনা আনমনে
তোমারই নিরজনে
ভাবনা আনমনে
তোমারই সান্ত্বনা
শীতল সৌরভ

তোমারই দেওয়া প্রাণে

আমিও তোমারই গো
তোমারই সকলই তো
জানিয়ে জানে না
এ মোহ হত চিত

আমিও তোমারই গো
তোমারই সকলই তো
জানিয়ে জানে না
এ মোহ হত চিত

আমারই বলে কেন
ভ্রান্তি হল হেন
আমারই বলে কেন
ভ্রান্তি হল হেন
ভাঙো এ অহমিকা
মিথ্যা গৌরব

তোমারই দেওয়া প্রাণে
তোমারই দেওয়া দুখ
তোমারই দেওয়া বুকে
তোমারই অনুভব

তোমারই দু'নয়নে
তোমারই শোকবারি
তোমারই দু'নয়নে
তোমারই শোকবারি
তোমারই ব্যাকুলতা
তোমারই হা হা রব
তোমারই দেওয়া প্রাণে



Credits
Writer(s): Rajanikanta Sen
Lyrics powered by www.musixmatch.com

Link