Oi Re Tori

ওই রে তরী দিল খুলে
তোর বোঝা কে নেবে তুলে
ওই রে তরী দিল খুলে

সামনে যখন যাবি ওরে
থাক-না পিছন পিছে পড়ে
সামনে যখন যাবি ওরে
থাক-না পিছন পিছে পড়ে
পিঠে তারে বইতে গেলি
একলা পড়ে রইলি কূলে

ওই রে তরী দিল খুলে

ঘরের বোঝা টেনে টেনে
পারের ঘাটে রাখলি এনে
তাই যে তোরে বারে বারে
ফিরতে হল গেলি ভুলে
ঘরের বোঝা টেনে টেনে
পারের ঘাটে রাখলি এনে
তাই যে তোরে বারে বারে
ফিরতে হল গেলি ভুলে

ডাক রে আবার মাঝিরে ডাক
বোঝা তোমার যাক ভেসে যাক
ডাক রে আবার মাঝিরে ডাক
বোঝা তোমার যাক ভেসে যাক
জীবনখানি উজাড় করে
সঁপে দে তার চরণমূলে

ওই রে তরী দিল খুলে
তোর বোঝা কে নেবে তুলে
ওই রে তরী দিল খুলে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link