Andhar Sakoli Dekhi

আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে
আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে
ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে
তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবে

এসো এসো, প্রেমময়, অমৃতহাসিটি লয়ে
এসো মোর কাছে ধীরে
এসো মোর কাছে ধীরে এই হৃদয়নিলয়ে

আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে

ছাড়িব না তোমায় কভু জনমে জনমে আর
ছাড়িব না তোমায় কভু জনমে জনমে আর
তোমায় রাখিয়া হৃদে
তোমায় রাখিয়া হৃদে যাইব ভবের পার

আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে
আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে
ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে
তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link