Amar Ahongkarer Mul Kete De

আমার অহংকারের মূল কেটে দে, কাঠুরিয়ার মেয়ে
আমার অহংকারের মূল কেটে দে, কাঠুরিয়ার মেয়ে

কত নিরস তরু-
কত নিরস তরু হলো মঞ্জুরিত তোর চরণ-পরশ পেয়ে

আমার অহংকারের মূল কেটে দে, কাঠুরিয়ার মেয়ে

রোদে পুড়ে জলে ভিজে দিয়েছি ফুল ফল
শাখায় আমার নীড় বেঁধেছে বিহঙ্গেরই দল
মা, রোদে পুড়ে জলে ভিজে দিয়েছি ফুল ফল
শাখায় আমার নীড় বেঁধেছে বিহঙ্গেরই দল

বটের মতো সারা দেহ, মাগো-
বটের মতো সারা দেহ, মাগো, মায়ার জটে আছে ছেয়ে

আমার অহংকারের মূল কেটে দে, কাঠুরিয়ার মেয়ে

মাগো, মূল আছে তাই বৈতরণির তীরে আছি পড়ি
নইলে হতাম খেয়াঘাটের-
নইলে হতাম খেয়াঘাটের পারাপারের তরী
মাগো, মূল আছে তাই বৈতরণির তীরে আছি পড়ি
নইলে হতাম খেয়াঘাটের পারাপারের তরী

তুই খড়্গের ভয় দেখাস মিছে
মুক্তি আছে ওরই পিছে, মাগো
তুই খড়্গের ভয় দেখাস মিছে
মুক্তি আছে ওরই পিছে, মাগো

তোর হাসির বাঁশি শুনতে পাবো অসির আঘাত খেয়ে
তোর হাসির বাঁশি শুনতে পাবো অসির আঘাত খেয়ে

আমার অহংকারের মূল কেটে দে, কাঠুরিয়ার মেয়ে

কত নিরস তরু-
কত নিরস তরু হলো মঞ্জুরিত তোর চরণ-পরশ পেয়ে

আমার অহংকারের মূল কেটে দে, কাঠুরিয়ার মেয়ে
আমার অহংকারের মূল কেটে দে, কাঠুরিয়ার মেয়ে

কাঠুরিয়ার মেয়ে
কাঠুরিয়ার মেয়ে



Credits
Writer(s): Mrinal Kanti Ghosh, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link