Baron Kore Niyo Na Go

বরণ করে নিও না গো, আমারে নিও হরণ করে
ভীরু আমায় জয় কর গো তোমার মনের জোরে
বরণ করে নিও না গো

পরান ব্যাকুল তোমার তরে
চরণ শুধু বারণ করে
পরান ব্যাকুল তোমার তরে
চরণ শুধু বারণ করে
লুকিয়ে থাকি তোমার আশায় রঙিন বসন পরে

বরণ করে নিও না গো

লজ্জা আমার ননদিনী লতিকারই প্রায়
যখনই যাই, শ্যামের কাছে দাঁড়ায়ে আছে ঠায়
লজ্জা আমার ননদিনী লতিকারই প্রায়
যখনই যাই, শ্যামের কাছে দাঁড়ায়ে আছে ঠায়

চাইতে নারি চোখে চোখে
দেখে পাছে কোন লোকে
চাইতে নারি চোখে চোখে
দেখে পাছে কোন লোকে
নয়নকে তাই শাসন করি
নয়নকে তাই শাসন করি অশ্রুজলে ভরে

বরণ করে নিও না গো, আমারে নিও হরণ করে
ভীরু আমায় জয় কর গো তোমার মনের জোরে
বরণ করে নিও না গো, আমারে নিও হরণ করে
বরণ করে নিও না গো
বরণ করে নিও না গো
বরণ করে নিও না গো, আমারে নিও হরণ করে



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link