Dekhe Jare Rudrani Ma

দেখে যা রে রুদ্রাণী মা
সেজেছে আজ ভদ্রকালী
দেখে যা রে রুদ্রাণী মা
সেজেছে আজ ভদ্রকালী

শান্ত হয়ে ঘুমিয়ে আছে
শ্মশান মাঝে শিব-দুলালি
সেজেছে আজ ভদ্রকালী

দেখে যা রে

আজ শান্ত সিন্ধু তীরে
অশান্ত ঝড় থেমেছে রে
শান্ত সিন্ধু তীরে
অশান্ত ঝড় থেমেছে রে

মার কালো রূপ উপচে পড়া
ছাপিয়ে ভুবন গগন ঢালি
সেজেছে আজ ভদ্রকালী

দেখে যা রে রুদ্রাণী মা

আজ অভয়ার ওষ্ঠে জাগে
স্নিগ্ধ শান্ত মধুর হাসি
আনন্দে তাই বিষাণে ফেলে
মহেন্দ্র ওই বাজায় বাঁশি

আজ অভয়ার ওষ্ঠে জাগে
স্নিগ্ধ শান্ত মধুর হাসি
আনন্দে তাই বিষাণে ফেলে
মহেন্দ্র ওই বাজায় বাঁশি

ঘুমিয়ে আছে বিশ্ব ভুবন
মায়ের কোলে শিশুর মতন
ঘুমিয়ে আছে বিশ্ব ভুবন
মায়ের কোলে শিশুর মতন

মায়ের পায়ের লোভে মনের বনে
মায়ের পায়ের লোভে মনের বনে
ফুল ফুটেছে পাঁচমিশালি
সেজেছে আজ ভদ্রকালী

দেখে যা রে রুদ্রাণী মা
সেজেছে আজ ভদ্রকালী

শান্ত হয়ে ঘুমিয়ে আছে
শ্মশান মাঝে রাজ-দুলালি
সেজেছে আজ ভদ্রকালী

দেখে যা রে রুদ্রাণী মা
সেজেছে আজ ভদ্রকালী

সেজেছে আজ ভদ্রকালী
সেজেছে আজ ভদ্রকালী



Credits
Writer(s): Chitta Roy, Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link