Tumi Kon Kanoner

This song has subtle orientation to a Spanish tune
The song says, "In which garden do you blossom!
In which sky do you shine!
In my dreams I had a glimpse of you
You stare and melt down
With smiles in the moonlight"

তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা

তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা

কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা

তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা

তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও

আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দু'টি তারা ঢালুক কিরণধারা

তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link