Gobhiro Rojoni

In this song the poet beautifully portrays
"The night is upon me
My desires that wandered all day have come back to my heart
Like the murmur of the sea in the still evening air
A lonely lamp is burning in the dark
I close my eyes and see in my heart
A beauty that is beyond all forms"

This song which is based on Indian classical music
Can be sung with a new musical background
Based on movements in western classical music
Here again one finds a beautiful melange
Of two very different musical structures

গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই
রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই
গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই

সকল বাসনা চিত্তে এল ফিরে
নিবিড় আঁধার ঘনালো বাহিরে
সকল বাসনা চিত্তে এল ফিরে
নিবিড় আঁধার ঘনালো বাহিরে
প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাঁই

গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই

অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হল সমাধান
চপল চঞ্চল লহরীলীলা পারাবারে অবসান
অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হল সমাধান
চপল চঞ্চল লহরীলীলা পারাবারে অবসান

নীরব মন্ত্রে হৃদয়মাঝে শান্তি শান্তি শান্তি বাজে
নীরব মন্ত্রে হৃদয়মাঝে শান্তি শান্তি শান্তি বাজে
অরূপকান্তি নিরখি অন্তরে মুদিতলোচনে চাই

গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link