Mone Ki Dwidha

The poet says
"At dusk when you went away from me
What made you look back?
What words did you leave unsaid?"
This song is portrayed with a beautiful crescendo
Of interblending court structure
Often used in Western classical music

মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে

যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি
কী কথা ছিল যে মনে মনে

মনে কী দ্বিধা রেখে গেলে চলে

তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে
আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি
তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে
আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি
তুমি আছ দূর ভুবনে

মনে কী দ্বিধা রেখে গেলে চলে

আকাশে উড়িছে বকপাঁতি
বেদনা আমার তারি সাথী
আকাশে উড়িছে বকপাঁতি

বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই
বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই

সে কি রয়ে গেল গো
সিক্ত যূথীর গন্ধবেদনে, মনে

মনে কী দ্বিধা রেখে গেলে চলে
সে দিন ভরা সাঁঝে

যেতে যেতে দুয়ার হতে
কী ভেবে ফিরালে মুখখানি
কী কথা ছিল যে মনে মনে

মনে কী দ্বিধা রেখে গেলে চলে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link