Joyotshob

অপার প্রান্তে পড়ে থাকে যে অবদেবতা
আমার সীমানায় মানুষ ফানুশ উড়িয়ে দেয়
লোহিত পদচিহ্নে আমি বিজয়

চিত্ত আজ ভ্রম মনে হয়
অপার বিস্ময়ে

উন্মুক্ত আমার করিডোর
আসছে দেখো সুপ্রহর
এসো তুমি বিজয় নিয়ে
মিথ্যের আজ নেই কোন জয়
ভয় কে করি না ভয়
এগিয়ে যাই, এগিয়ে যাও

নিশিক্ত আগুন পাখির পুনর্জন্ম দেখে
শাশ্বত দেবতার পরাজয় অবশেষে

চিত্ত আজ ভ্রম মনে হয়
অপার বিস্ময়ে

উন্মুক্ত আমার করিডোর
আসছে দেখো সুপ্রহর
এসো তুমি বিজয় নিয়ে
মিথ্যের আজ নেই কোন জয়
ভয় কে করি না ভয়
এগিয়ে যাই, এগিয়ে যাও

পুরন চিত্রে তুমি এঁকে যাও
নতুন করে, নতুন করে
এখন তুমি হেঁটে যাও
মশাল হাতে শিকল ছিড়ে

চিত্ত আজ ভ্রম মনে হয়
অপার বিস্ময়ে

উন্মুক্ত আমার করিডোর
আসছে দেখো সুপ্রহর
এসো তুমি বিজয় নিয়ে
মিথ্যের আজ নেই কোন জয়
ভয় কে করি না ভয়
এগিয়ে যাই, এগিয়ে যাও

পুরন চিত্রে তুমি এঁকে যাও
নতুন করে, নতুন করে
এখন তুমি হেঁটে যাও
মশাল হাতে শিকল ছিড়ে



Credits
Writer(s): Mathur Mannan, Navid Ehsan, Rafeed Redwan Roktim, Sk Rafayyat Jim, Tahmid Rahman Jim
Lyrics powered by www.musixmatch.com

Link