Rupantor

রক্তিম দু'চোখ, অশ্লীল যন্ত্রণায়
শিরায় শিরায় অনুভব করছি আরেক প্রাণের
তবে কি সময়, চিৎকার করে
ডাকছে আমায় ঘন জঙ্গলে বৃক্ষসারি

রক্তিম দু'চোখ, অশ্লীল যন্ত্রণায়
শিরায় শিরায় অনুভব করছি আরেক প্রাণের
তবে কি সময়, চিৎকার করে
ডাকছে আমায় ঘন জঙ্গলে বৃক্ষসারি

চেনা সব কিছু অচেনা
পরিণত হচ্ছি কিসে জানিনা
পূর্ণিমা ঝলসানো রাতে
আমি আজকে নিজেকে নিজেই
চিনতে পারিনা

নিষ্ঠুর আঁধার, রূপান্তর আমায়
মানুষ হতে অবিনশ্বর এক নেকড়ের রুপে
অশরীরেরা জীবনমৃত
তাকিয়ে দেখছ আমায় এক ভয়ানক ক্ষণে

চেনা সব কিছু অচেনা
পরিণত হচ্ছি কিসে জানিনা
পূর্ণিমা ঝলসানো রাতে
আমি আজকে নিজেকে নিজেই
চিনতে পারিনা

আঁধার কেটে যায়
আলোর আগমণে
লোহিত শরীর যন্ত্রণাময়
বৃক্ষসারির মাঝে
একা
মনে পড়ে না সেই রূপান্তরের কথা

চেনা সব কিছু অচেনা
পরিণত হচ্ছি কিসে জানিনা
পূর্ণিমা ঝলসানো রাতে
আমি আজকে নিজেকে নিজেই
নিজেকে নিজেই
নিজেকে নিজেই
চিনিনা



Credits
Writer(s): Akhlaqur Rahman, Navid Ehsan, Rafeed Redwan Roktim, Sk Rafayyat Jim, Tahmid Rahman Jim
Lyrics powered by www.musixmatch.com

Link