Nirjonota

নিঃস্ব এক আগমনের স্মারক
আমাদের অস্তিত্ব জীবনধারা
নিঃস্ব বিদায়ে অভ্যস্ত
ব্রহ্মাণ্ডের নিয়মধারা

আর যদি মনে
থেকে থাকে অবসাদ
নিঃসঙ্গ ফেরার
প্রলাপ মনে বারেবার
ফেরারি পরোয়া অনিবার্য

যদি এমন হয়
নির্মলতর
আমার দেহ
হতে থাকে আরো
যদি এমন হয়
নিশ্চিহ্ন
ওপারে আমি পরাগত

প্রস্থান হয়ে এখানে
বিলীন ঘিরে থাকা ছায়া
আগমন যেখানে
বিসর্জনে মোহ-মায়া

যদি এমন হয়
নির্মলতর
আমার দেহ
হতে থাকে আরো
যদি এমন হয়
নিশ্চিহ্ন
ওপারে আমি পরাগত

শূন্য থেকে
শূন্যে ফিরে এসে
ক্ষণজন্মা এই আমি কে
যত সুখ, স্মৃতি বেঁধে রাখি
ক্ষণিকেই তবে পরিশেষ

যদি এমন হয়
নির্মলতর
আমার দেহ
হতে থাকে আরো
যদি এমন হয়
নিশ্চিহ্ন
ওপারে আমি পরাগত

যদি এমন হয়
নির্মলতর
আমার দেহ
হতে থাকে আরো
যদি এমন হয়
নিশ্চিহ্ন
ওপারে আমি



Credits
Writer(s): Samin Yasar
Lyrics powered by www.musixmatch.com

Link