Shuchitra Sen

হলুদ শাড়ি বেশ খোলা চুল দিচ্ছে হাওয়া আঁচল জুড়ে
পাতার কুচি দু একটা ফুল তোমার মুখে আসল উড়ে
মেঘ আকাশে অবাক চোখে ভাবছে এমন সুন্দরী কে
ভাল করে চেয়ে দেখি আসছ তুমি আমার দিকে
অনেক সময় দাঁড় করিয়ে বললে - তবে কোথায় ছিলেন
নাম ভুলেছি তুমি নীরা না কি আমার সুচিত্রা সেন

ঝিরঝিরিয়ে বৃষ্টি এল জানলা খোলা দমকা বিকেল
ভিজল ছাঁটে খাট বিছানা তেলেভাজা চায়ের মিশেল
স্মৃতির কাপে উঠছে ধোঁয়া চাপা পড়ে যাচ্ছে গান
কান্নাগুলো মুঠোয় নিয়ে বললে সাহস কোথায় পান
আমায় তবে কেন অমন কবিতাতে সাজিয়েছিলেন
নাম ভুলেছি তুমি নীরা না কি আমার সুচিত্রা সেন

মেঘে মেঘে ঘুরছে হাওয়া ভেসে আসে পুরনো মুখ
আমি দেখি দিগন্তপার অজানা সুর অচেনা সুখ
গলায় বিষাদ ঢালছি আমি আনতে বেহাগ বাগেশ্রী ধুন
গানই পারে আনতে তোমায় গানই পারে করতে নিপুন
তাই যদি হয় আপনি কেন ভালবাসি বলেছিলেন
নাম ভুলেছি কে তুমি গো নীরা না কি সুচিত্রা সেন



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link