Altaf

তিরিশে অগাস্ট বুকভেজা একদিন
শুষে নিয়েছিল মৃত্তিকা জমা ক্ষুদ
অসময়ে তুমি ছেড়ে গেছ হ্যামলিন
তোমায় দেখেছি আলতাফ মাহমুদ
তুমি ছিলে কোন সম্মোহনের দূত
পাক হানাদার আড়াল করেছে ক্ষত
তোমরা করেছ যুদ্ধটা অদ্ভুত
মেঘের আড়ালে ইন্দ্রজিতের মত

আমরা কি জানি কী আছে লেখার শেষে
সুদিন কি বেঁচে আছে পৃথিবীতে আর
আপাতত ভুল মুখোসের এই দেশে
তোমাদের ফিরে আসা বড় দরকার
কাঁধে নিয়েছিলে আঘাতের গুরুভার
বুলেটের গায়ে লিখেছিলে শিরোনাম
দুরন্ত প্রতিশোধ নিয়েছে স্বদেশ
ইতিহাসে লেখা আছে তোমাদেরই নাম

আলপথ থেকে এসে শহিদ মিনার
তোমায় দেখেছি আলতাফ মাহমুদ
জানিনা কোথায় তুমি কেমন আছো
জানি না মুক্তি পেয়েছি না সব ঝুট
এখন এ'দেশ নিজ স্বভাবে হাঁটে
যাপিত স্বপ্নে বাকি বহু অধিকার
একাত্তরের শহীদের বলিদান
পেরেছি কি দিতে তোমাদের সম্মান



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link