Krishnokoli

সকাল থেকে হিমেল হাওয়া, নরম রোদের দলকাকলি
বাগান জুড়ে পাখির বেহাগ, কেমন আছো, কৃষ্ণকলি?
তোমার দেশে ঝরছে বরফ, গাছের পাতা ঝরে গেছে
পশম ছোঁয়ায় শরীর ঢেকো, শীতেরও বয়স হয়েছে

সঙ্গী আমার রাত-পিয়ানো, সঙ্গী আমার দীপককলি
নিজের খেয়াল নিজেই রেখো, ভালো থেকো, কৃষ্ণকলি

দূরে কোথাও বৃন্দগানে চা বাগানের দিনের শুরু
চার মিনিটের সুরের কাছে হৃদয় আমার দুরুদুরু
কেভেন্টাসের ছাদে দু'জন মুখোমুখি বাতাস হিমে
ভুলেই গেছ হয়তো তুমি, ফিরবে না আর দার্জিলিংয়ে

সঙ্গী আমার রাত-পিয়ানো, সঙ্গী আমার দীপককলি
নিজের খেয়াল নিজেই রেখো, ভালো থেকো, কৃষ্ণকলি

গরম চায়ে দিচ্ছি চুমুক, কাঁচ কুয়াশার পাখপাখালি
পাহাড় জুড়ে অরণ্যবান, উল্টোদিকের চেয়ার খালি
দূর পাহাড়ে আকাশ জুড়ে শেষ বিকেলে আবির খেলা
"তোমাকে চাই" বলেছিলাম, শরীর জুড়ে আলোর মেলা

সঙ্গী আমার রাত-পিয়ানো, সঙ্গী আমার দীপককলি
নিজের খেয়াল নিজেই রেখো, ভালো থেকো, কৃষ্ণকলি

সকাল থেকে হিমেল হাওয়া, নরম রোদের দলকাকলি
বাগান জুড়ে পাখির বেহাগ, কেমন আছো, কৃষ্ণকলি?
তোমার দেশে ঝরছে বরফ, গাছের পাতা ঝরে গেছে
পশম ছোঁয়ায় শরীর ঢেকো, শীতেরও বয়স হয়েছে

সঙ্গী আমার রাত-পিয়ানো, সঙ্গী আমার দীপককলি
নিজের খেয়াল নিজেই রেখো, ভালো থেকো, কৃষ্ণকলি
সঙ্গী আমার রাত-পিয়ানো, সঙ্গী আমার দীপককলি
নিজের খেয়াল নিজেই রেখো, ভালো থেকো-



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link