Shona Bondhu Rey

সোনাবন্ধু রে
আমি তোমার নাম লইয়া কান্দি
সোনাবন্ধু রে
আমি তোমার নাম লইয়া কান্দি
গগনেতে ডাকে দেয়া
আসমান হইলো আন্ধি রে, বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি

উইড়া যায় রে চকুয়ার পঙ্খি
পইড়া রইলো ছায়া
উইড়া যায় রে চকুয়ার পঙ্খি
পইড়া রইলো ছায়া
কোন পরানে বিদেশ রইলা
ভুলি দেশের মায়া রে, বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি

তোমার বাড়ি, আমার বাড়ি
মধ্যে সরু নদী
তোমার বাড়ি, আমার বাড়ি
মধ্যে সরু নদী
সেই নদীকে মনে হইলো
অকূল জলধি রে, বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি

গগনেতে ডাকে দেয়া
আসমান হইলো আন্ধি রে, বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
সোনাবন্ধু রে
আমি তোমার নাম লইয়া কান্দি
আমি তোমার নাম লইয়া কান্দি



Credits
Writer(s): Hemango Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link