Khunji Tomake

রাস্তার ধার ঘেঁষে (রাস্তার ধার ঘেঁষে)
কে যেন কে যায় আসে
রাস্তার ধার ঘেঁষে (রাস্তার ধার ঘেঁষে)
কে যেন কে যায় আসে
এ মন নিয়ে গেলে (এ মন নিয়ে গেলে)
কোন পথে চলে গেলে

খুঁজি (খুঁজি) তোমাকে
খুঁজি (খুঁজি) তোমাকে
ও, খুঁজি (খুঁজি) তোমাকে
খুঁজি তোমাকে

এই গানমেলাতে
লুকোচুরি খেলাতে
কোনো ভরদুপুরে
খুব চড়া রোদ্দুরে

খুঁজি (খুঁজি) তোমাকে
খুঁজি (খুঁজি) তোমাকে
তোমাকে, তোমাকে
খুঁ-খুঁজি (খুঁ-খুঁজি) তোমাকে
খুঁজি তোমাকে

খুঁজি তোমায় ভালোবাসায়
খুঁজি তোমায় কী যন্ত্রণায়
খুঁজি তোমায় ভালোবাসায়
খুঁজি তোমায় কী যন্ত্রণায়
ভাবি তোমায়, পাবো তোমায়
খুঁজি তোমায়, খুঁজে যাই

এই মনে বিকেলে
কোনোদিন সকালে
এই মনে বিকেলে
কোনোদিন সকালে
ফিরে আসা আকাশে
এই সুর বাতাসে

খুঁজি (খুঁজি) তোমাকে
খুঁজি (খুঁজি) তোমাকে
খুঁ-খুঁজি (খুঁ-খুঁজি) তোমাকে
খুঁজি তোমাকে



Credits
Writer(s): Rupankar
Lyrics powered by www.musixmatch.com

Link