Bansbaner Dhare

বাঁশবনের ধারে বসে কাদের ছেলে কাঁদে গো?
এসো বাছা কোলে নেবো, বড়ো দয়া লাগে গো
বড়ো দয়া লাগে

বাঁশবনের ধারে বসে কাদের ছেলে কাঁদে গো?
এসো বাছা কোলে নেবো, বড়ো দয়া লাগে গো
বড়ো দয়া লাগে

শালুক ফোটে, চাঁদ ওঠে তালগাছের ডগে গো
তালগাছের ডগে
শালুক ফোটে, চাঁদ ওঠে তালগাছের ডগে গো
কাদের ছেলে বসে কাঁদে, গায়ে কাদা লাগে গো
গায়ে কাদা লাগে

বাঁশবনের ধারে বসে কাদের ছেলে কাঁদে গো?
এসো বাছা কোলে নেবো, বড়ো দয়া লাগে গো
বড়ো দয়া লাগে

ছানার মাসি ছানার পিসি মাছ কুড়াতে গেলি গো
মাছ কুড়াতে গেলি
ছানার মাসি ছানার পিসি মাছ কুড়াতে গেলি গো
মাছ কুড়াতে গেলি
সাঁঝ হইলো, বেলা গেল, ক'খানা মাছ পেলি গো
ক'খানা মাছ পেলি

বাঁশবনের ধারে বসে কাদের ছেলে কাঁদে গো?
এসো বাছা কোলে নেবো, বড়ো দয়া লাগে গো
বড়ো দয়া লাগে

একবাটি মুড়ি মেখে খেতে দেবো তোকে গো
খেতে দেবো তোকে
নজর আমার খারাপ বলে বলুক পাড়ার লোকে গো
বলুক পাড়ার লোকে

বাঁশবনের ধারে বসে কাদের ছেলে কাঁদে গো?
এসো বাছা কোলে নেবো, বড়ো দয়া লাগে গো
বড়ো দয়া লাগে

বাঁশবনের ধারে বসে কাদের ছেলে কাঁদে গো?
এসো বাছা কোলে নেবো, বড়ো দয়া লাগে গো
বড়ো দয়া লাগে



Credits
Writer(s): Rajkumar, Dr. Prabir
Lyrics powered by www.musixmatch.com

Link