Ki Karane E Srabone

কী কারণে এ শ্রাবণে
কী কারণে এ শ্রাবণে
কত পুরোনো স্মৃতি মনে ঝরে যায়
কী কারণে এ শ্রাবণে
কত পুরোনো স্মৃতি মনে ঝরে যায়
কী কারণে এ শ্রাবণে

রিমঝিম সুরে বাজে এই বরষা
তার ছায়া চোখে ভাসে আজ সহসা
রিমঝিম সুরে বাজে এই বরষা
তার ছায়া চোখে ভাসে আজ সহসা

মন কিছু বোঝে না যে, থাকে সে নিজের মাঝে
মন কিছু বোঝে না যে, থাকে সে নিজের মাঝে
অকারণে সুখ চেয়ে শুধু ব্যথা পায়

কী কারণে এ শ্রাবণে
কত পুরোনো স্মৃতি মনে ঝরে যায়
কী কারণে এ শ্রাবণে

মেঘেদের এ কী খেলা ওই আকাশে
ঝড় কেন বয়ে আনে এই বাতাসে
মেঘেদের এ কী খেলা ওই আকাশে
ঝড় কেন বয়ে আনে এই বাতাসে

ভুলে যাবো ভাবি সবই, তবু সে পুরোনো ছবি
ভুলে যাবো ভাবি সবই, তবু সে পুরোনো ছবি
কেন শুধু বারেবারে আমাকে ভাবায়?

কী কারণে এ শ্রাবণে
কত পুরোনো স্মৃতি মনে ঝরে যায়
কী কারণে এ শ্রাবণে



Credits
Writer(s): Banikantha, Sree Barun
Lyrics powered by www.musixmatch.com

Link