Manobota Ar Premer

মানবতা আর প্রেমের বাণী
শুনি দিকে দিকে
অথচ কেমন মজার, জানো, যুদ্ধ চারিদিকে?
যুদ্ধ চারিদিকে
যুদ্ধ চারিদিকে

মৃত্যু, ধ্বংস, হাহাকার
এই তিন সত্য মিলে
সাজিয়ে রেখেছে পৃথিবীর বুকে
প্রেমের খবর পেয়ে

অথচ কেমন মজার, জানো, যুদ্ধ চারিদিকে?
যুদ্ধ চারিদিকে
যুদ্ধ চারিদিকে

শান্তি মিশন, অস্ত্র চুক্তি
লোক দেখানো বিশ্ব মৈত্রী
এইসব আর চাই না আজকে
চাই শুধু প্রেম, চাই শান্তি

অথচ কেমন মজার, জানো, যুদ্ধ চারিদিকে?
যুদ্ধ চারিদিকে
যুদ্ধ চারিদিকে

মানবতা আর প্রেমের বাণী
শুনি দিকে দিকে
অথচ কেমন মজার, জানো, যুদ্ধ চারিদিকে?
যুদ্ধ চারিদিকে
যুদ্ধ চারিদিকে

যুদ্ধ চারিদিকে
যুদ্ধ চারিদিকে



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link