Hashorer Moydane

হাশরের ময়দানে কারও মাফ মিলবে না
হাশরের ময়দানে কারও মাফ মিলবে না
দোযখের দরজাতে নেকীদের যেতে হবে না
হাশরের ময়দানে কারও মাফ মিলবে না

কোরআনেতে আছে লিখা কইরো না গো পাপ
কোরআনেতে আছে লিখা কইরো না গো পাপ
ভুল যদি কইরা থাকো, চাইয়া নিও মাফ
ভুল যদি কইরা থাকো, চাইয়া নিও মাফ
না চাইলে আল্লাহ তা'আলা মাফ করবো না রে আর
হাশরের ময়দানে কারও মাফ মিলবে না

রোজা রাখো, নামাজ পড়ো, লও আল্লাহর নাম
রোজা রাখো, নামাজ পড়ো, লও আল্লাহর নাম
ভুল যদি কইরা থাকো, চাইয়া নিও মাফ
ভুল যদি কইরা থাকো, চাইয়া নিও মাফ
না চাইলে আল্লাহ তা'আলা মাফ করবো না গো আর

হাশরের ময়দানে কারও মাফ মিলবে না
হাশরের ময়দানে কারও মাফ মিলবে না
দোযখের দরজাতে নেকীদের যেতে হবে না
হাশরের ময়দানে কারও মাফ মিলবে না
হাশরের ময়দানে কারও মাফ মিলবে না



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link