Bir

ছোট বড় কত স্বপ্ন তোমার চোখে
ভাব তুমি একা একা আড়ালে
যদি তুমি উড়তে নীল আকাশে
জাহাজী হয়ে ঘুরতে দূর-অজান্তে

ভাঙা গড়া নিজের মাঝে প্রতিক্ষণ বয়ে চলে
হবে অভাব প্রতিকার যাবে সব কষ্ট হারিয়ে

তুমি বীর নিজের মাঝেই নিজে এক মুক্তিযোদ্ধা
তুমি বীর নিজের মাঝেই নিজে এক মুক্তিযোদ্ধা
সৃষ্টির সকল বাধা চিরে দূর করো অপূর্ণতা
তোমাতেই জয় পরাজয়ের শিখা জ্বলে উঠে আশার বন্যা

ভোরের শান্ত নগরী যখন জেগে উঠে
ব্যস্ত তুমি জীবন যুদ্ধের প্রয়াসে
কখনো তুমি ক্লাসে, কখনো মিছিলে
কৃষক রোদে মাঠে ঘাটে, মাঝি পানি বেয়ে
গ্রামছাড়া মজুরি তুমি ক্লান্ত শহরীতে
হবে অভাব প্রতিকার, যাবে সব কষ্ট হারিয়ে
যেতে যেতে বহুদূর তুমি ক্লান্ত অসহায়
তবু তুমি লড়ে যাও দিন বদলের চেষ্টায়

তুমি বীর নিজের মাঝেই নিজে এক মুক্তিযোদ্ধা
তুমি বীর নিজের মাঝেই নিজে এক মুক্তিযোদ্ধা
সৃষ্টির সকল বাধা চিরে দূর করো অপূর্ণতা
তোমাতেই জয় পরাজয়ের শিখা জ্বলে উঠে আশার বন্যা



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link