Barta

সেকি পড়েছে বার্তা?
আমায় কি জানাবে?
বার্তাদূত বলো, মন যে মানেনা!
চলো বেরিয়ে পড়ি কোথাও অজানায়
শহর পেরিয়ে ঘন সবুজে

খুঁজে নেবো আজ একে অপরকে
চেনা অচেনার আজব ভীড়ে

সে কি মাতবে আজ, ভালোবাসার গানে?
ছুঁয়ে যাবে মন, চাই মনে প্রাণে
সে কি মাতবে আজ, হৃদয়ের টানে?
ছুঁয়ে যাবে মন, সূর্যস্নানে

যেদিন দেখেছি তোমায়, কলেজের পরিসরে
আড়চোখে দেখা, সেই থেকে চাওয়া
তোমার অবাক দৃষ্টি, প্রাণবন্ত হাসি
প্রণয়েরই সুতো, বাঁধে মন দুটো

খুঁজে নেবো আজ একে অপরকে
চেনা অচেনার আজব ভীড়ে

সে কি মাতবে আজ, ভালোবাসার গানে?
ছুঁয়ে যাবে মন, চাই মনে প্রাণে

সে কি মাতবে আজ, হৃদয়ের টানে?
ছুঁয়ে যাবে মন, সূর্যস্নানে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link