Oshim

বিশাল নক্ষত্রবীথি
শতসহস্র প্রাণ
করছে প্রকৃতিকে নিঃশেষ।
কেও ভাবেনা কোথায় হবে এর সমাপ্তি,
ফুরিয়ে যাচ্ছে সব সহায়।

অপ্রিয় সিদ্ধান্তে প্রয়োজন অটুট অভিলাষ
বাধা দিয়ে পারবেনা ঘোরাতে সময়ের বাঁক

অসীম আমি
বিধাতার সমান
তোমার পরিণতি
অতল অন্ধকার ।

আমি অনিবার্য
আমি অপ্রতিরোদ্ধ,
তুড়িতেই অবসান,
নিমিষেই সমতা।



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link