Ore O Nil Nayana

ওরে ও নীল নয়না, কেন যে বোঝো না
ওরে ও নীল নয়না, কেন যে বোঝো না
নয়ন সাগরে ডুবে যে মরেছি
আমি কী ভুল করেছি
ওই নয়ন সাগরে ডুবে যে মরেছি
আমি কী ভুল করেছি

ওরে ও নীল নয়না, কেন যে বোঝো না

জানো কি জানো না, মানো কি মানো না
কত যে ভালোবাসি
প্রেমেতে যাতনা, এ রাত পোহাবে না
ঘরেতে পরবাসী

জানো কি জানো না, মানো কি মানো না
কত যে ভালোবাসি
প্রেমেতে যাতনা, এ রাত পোহাবে না
ঘরেতে পরবাসী

চলো না দূরে কোথাও যাই আজ
পড়ে থাক পৃথিবীর সব কাজ
চলো না দূরে কোথাও যাই আজ
পড়ে থাক পৃথিবীর সব কাজ

ওরে ও নীল নয়না, কেন যে বোঝো না

এত যে শঠতা, এত মধুরতা
এত যে প্রবঞ্চনা
পেরিয়ে সে বাধা এসেছি গো, রাধা
ওরে ও নীলাঞ্জনা

এত যে শঠতা, এত মধুরতা
এত যে প্রবঞ্চনা
পেরিয়ে সে বাধা এসেছি গো, রাধা
ওরে ও নীলাঞ্জনা

নিন্দুকে করুক আলোচনা
সে কথার ধারটি ধারি না
নিন্দুকে করুক আলোচনা
সে কথার ধারটি ধারি না

ওরে ও নীল নয়না, কেন যে বোঝো না
ওরে ও নীল নয়না, কেন যে বোঝো না
নয়ন সাগরে ডুবে যে মরেছি
আমি কী ভুল করেছি
ওই নয়ন সাগরে ডুবে যে মরেছি
আমি কী ভুল করেছি



Credits
Writer(s): Radheshyam Ray
Lyrics powered by www.musixmatch.com

Link