Bondhutter Gaan

চেনও কি তুমি তোমার মন
চিনেছো সুধুই সিংহাসন...
অজথা নয় ধুসর যাপন
ধুসরতাই করবে আন্দোলন...

ধুসর তোমারই দেহের রঙ
ধুসর বোঝেনা সিংহাসন...
সিংহাসনেরই রক্তিম রেখায়
সন্মহিত সুদুরে তোমার মন...

ও বন্ধু তুমি বড়ই নাদান
সইবে না এমন চিরোস্ক্রান...
বন্ধক রেখে তাই অভিমান
মনে রেখো বন্ধুত্তের এ গান...
মনে রেখো বন্ধুত্তের এ গান...

বন্ধু এখন কথা নয়
এখন বন্ধুত্তেরি সময়...
বন্ধু আবার উঠবে তুমি জেগে
ধুসরতার অনাবিল অন্তরায়...

বন্ধু জানি তোমার এ মন
বন্ধুত্তেরি উদাহরণ...
মুছে দিয়ে সব রক্ত লিখন
মনে রেখো বন্ধুত্তের এ গান...
মনে রেখো বন্ধুত্তের এ গান...

বন্ধু তুমি বড়ই নাদান
সইবে না এমন চিরোস্ক্রান...
বন্ধক রেখে তাই অভিমান
মনে রেখো বন্ধুত্তের এ গান...

মনে রেখো বন্ধুত্তের এ গান...
মনে রেখো বন্ধুত্তের এ গান...



Credits
Writer(s): Jack Rabbit, Bibaswan Palchaudhury
Lyrics powered by www.musixmatch.com

Link