Rupkathar Janalay

এলোমেলো আর এক সন্ধ্যে
সে তো পরীদের সাথে চলি স্বপ্ন গুনে...
নেসাদূর অরণ্যে
এ মন খেলা করে ক্যামেলিয়া অন্তরিনে...

বিষাদের ছেড়া রাকস্যাক
ফেলে ঘরের কোনে...
খোলা চুলে অন্তরঙ্গে
এ কোন অশরীরী বাসাবাধে সঙ্গোপনে...

খোলা চুলেরই জন্যে
শ্রাবণ পানি ধারা অবিরত...
এ নয়ানে
ল্যাপটপে জমা ইমেলের স্মৃতি রোমন্থনে...

মন খোজে রোদ্দুর রুপকথার জানালায়
চেয়ে থাকে বহুদুর রাজপথের ইশারায়...
ভেসে আসে ওই সুর লা লা লা লা লায়
তবু আজও কেনও মনও মাঝে ভয় অবসাদের...

এখন দুরন্ত সন্ধ্যে
কাল বৈশাখী মেতে ওঠে...
মন গহীনে

খোলা চুলেরই জন্যে
শ্রাবণ পানি ধারা অবিরত...
এ নয়ানে
ল্যাপটপে জমা ইমেলের স্মৃতি রোমন্থনে...

মন খোজে রোদ্দুর রুপকথার জানালায়
চেয়ে থাকে বহুদুর রাজপথের ইশারায়...
ভেসে আসে ওই সুর লা লা লা লা লায়
তবু আজও কেনও মনও মাঝে ভয় অবসাদের...

অশ্বারোহী আমি আজ
হয়েছি নিরুদ্দেশ...
জ্বলছে কার শরীর
জ্বলছে কারো অবশেষ...

অশ্বারোহী আমি আজ
হয়েছি নিরুদ্দেশ...
জ্বলছে কার শরীর
জ্বলছে কারো অবশেষ...

জ্বলছে না ঠোটে আর
বিক্ষুব্ধ চারমিনার...
ঠোটে শেষ ঠোটে কার
অসমাপ্ত কবিতার...

মোমবাতি জ্বলে সার
আধার সুধুই আধার...
তবু কি তে কেনে
আজও এ মণিহার...

মন খোজে রোদ্দুর রুপকথার জানালায়
চেয়ে থাকে বহুদুর রাজপথের ইশারায়...
ভেসে আসে ওই সুর লা লা লা লা লায়
তবু আজও কেনও মনও মাঝে ভয় অবসাদের...

মন খোজে রোদ্দুর রুপকথার জানালায়
চেয়ে থাকে বহুদুর রাজপথের ইশারায়...
ভেসে আসে ওই সুর লা লা লা লা লায়



Credits
Writer(s): JACK RABBIT, BIBASWAN PALCHAUDHURY
Lyrics powered by www.musixmatch.com

Link