Kalo Meghe

বসন্তের রাত্রি আর সবুজ নাইবা পেলে
এসো আমার কালো মেঘে...
ছরিয়ে অবসরের দিন গুলো রত্নক্তমায়া
এসো আমার কালো মেঘে...
নিমিষে ভরে যায় অভ্যন্তরে রাত্রি ছায়া
এসো আমার কালো মেঘে...

আমি তুমি মিলে এক অদৃশ্য খেলা
আমি তুমি মিলে সে ছায়া...
আমি তুমি মিলে এক গুপ্ত ধনের রাজ
আমি তুমি মিলে সে প্রান...

এসো আমার কালো মেঘে
ছরিয়ে অবসরের দিন গুলো রত্নক্তমায়া...
এসো আমার কালো মেঘে
নিমিষে ভরে যায় অভ্যন্তরে রাত্রি ছায়া...

দক্ষিনের বাতাসে সময় অসময়
হাতে হাত ধরে, চলো যাই...
অসংখ্য সুযোগ গুলো
আন্তরিক চোখে দেখো...

বাধা ভেঙ্গে দিয়ে ভেবে দেখো
এসো আমার কালো মেঘে
এসো আমার কালো মেঘে...

আমি তুমি মিলে এক অদৃশ্য খেলা
আমি তুমি মিলে সে ছায়া...
আমি তুমি মিলে এক গুপ্ত ধনের রাজ
আমি তুমি মিলে সে প্রান...

আমি তুমি মিলে এক অদৃশ্য খেলা
আমি তুমি মিলে সে ছায়া
আমি তুমি মিলে এক গুপ্ত ধনের রাজ...



Credits
Writer(s): JACK RABBIT, SAYATYA MALLICK, ANANDA GUPTA
Lyrics powered by www.musixmatch.com

Link