Ei Banglay

এই বাংলায় বাঙালীর বেশে আনন্দেতে আছি
এই বাংলায় বাঙালীর বেশে আনন্দেতে আছি
হয়ে ঠাকরে সিংহের বাপের জামাই কুর্তি-টুপি ছেড়েছি

এই বাংলায় বাঙালীর বেশে আনন্দেতে আছি
(আনন্দেতে আছি)
এই বাংলায় বাঙালীর বেশে আনন্দেতে আছি
(আনন্দেতে আছি)
হয়ে ঠাকরে সিংহের বাপের জামাই কুর্তি-টুপি ছেড়েছি
(কুর্তি-টুপি ছেড়েছি)
(কুর্তি-টুপি ছেড়েছি)

শ্বশুরবাড়ি-বাপের বাড়ি একই পোশাক একই বেশ
(একই একই)
শ্বশুরবাড়ি-বাপের বাড়ি একই পোশাক একই বেশ
(একই একই)

এই দেশেরই ছেলে আমি, ফিরিঙ্গিরও বাংলাদেশ
এই দেশেরই ছেলে আমি, ফিরিঙ্গিরও বাংলাদেশ
(ফিরিঙ্গিরও বাংলাদেশ)
(ফিরিঙ্গিরও বাংলাদেশ)
(ফিরিঙ্গিরও বাংলাদেশ)
(ফিরিঙ্গিরও বাংলাদেশ)
(ফিরিঙ্গিরও বাংলাদেশ)



Credits
Writer(s): Kabir Suman, Antony Firingi
Lyrics powered by www.musixmatch.com

Link