Naamta Para (Ek Ekke)

এক এক্কে এক
এক এক্কে এক
বাবা কোথায় দেখ
বাবা কোথায় দেখ
দুই এক্কে দুই
দুই এক্কে দুই
নেইকো একটু শুই
একটু শুই
তিন এক্কে তিন
তিন এক্কে তিন
উহুহুহুহুহু
গেছি আলপিন
আলপিন
চার এক্কে চার
চার এক্কে চার
ওই ঘরে আচার
ওই ঘরে আচার
পাঁচ এক্কে পাঁচ
পাঁচ এক্কে পাঁচ
ওই দেখ ফুলের গাছ
ছয় এক্কে ছয়
ছয় এক্কে ছয়
বাবা গুড বয়
বাবা গুড বয়
সাত এক্কে সাত
সাত এক্কে সাত
পণ্ডিত মশায় কাঁত
পণ্ডিত মশায় কাঁত
আট এক্কে আট
আট এক্কে আট
আমি বড়ো লাট
আমি বড়ো লাট
হে গা মা পা ধা নি সা রে
নয় এক্কে নয়
নয় এক্কে নয়
আরেকটু ভয়
আরেকটু ভয়
গা মা পা ধা নি সা রেক
দশ এক্কে দশ
দশ এক্কে দশ
বাবা আপিস ব্যাস

আমি যদি বাবা হতাম
বাবা হতো খোকা
আমি যদি বাবা হতাম
বাবা হতো খোকা
না হলে তার নামতা পড়া
মারতাম মাথায় টোকা
না হলে তার নামতা পড়া
মারতাম মাথায় টোকা
আমি যদি বাবা হতাম
বাবা হতো খোকা

রোজ যদি হতো রবিবার
কি মজাটাই হতো যে আমার
কেবল ছুটি থাকতো নাকো নামতা লেখা জোকা
কেবল ছুটি থাকতো নাকো নামতা লেখা জোকা
থাকতো নাকো তো যুক্তঅক্ষর
অঙ্কে ধরতো পোকা
থাকতো নাকো যুক্তঅক্ষর
অঙ্কে ধরতো পোকা

আমি যদি বাবা হতাম
বাবা হতো খোকা
আমি যদি বাবা হতাম
বাবা হতো খোকা
না হলে তার নামতা পড়া
মারতাম মাথায় টোকা
না হলে তার নামতা পড়া
মারতাম মাথায় টোকা
আমি যদি বাবা হতাম
বাবা হতো খোকা
আমি যদি বাবা হতাম
বাবা হতো খোকা
আমি যদি বাবা হতাম
বাবা হতো খোকা



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link