Khoka Ghumalo Para juralo

খোকা ঘুমালো পাড়া জুড়ালো
বর্গি এল দেশে
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে?

খোকা ঘুমালো পাড়া জুড়ালো
বর্গি এল দেশে
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে?

আয়রে আয় ছেলে পুলে
মাছ ধরতে যায়
মাছের কাঁটা পায়ে ফুটেছে
দোলায় চড়ে যায়
দোলায় আছে ছপল কড়ি
গুনতে গুনতে যায়

খোকা ঘুমালো পাড়া জুড়ালো
বর্গি এল দেশে
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে?

ধান ফুরোলো পান ফুরোলো
খাজনার উপায় কী?
খোকন বলে তাই তো আমি
ভাবতে বসেছি
আমি ভাবতে বসেছি

ধান ফুরোলো পান ফুরোলো
খাজনার উপায় কী?
খোকন বলে তাই তো আমি
ভাবতে বসেছি
আমি ভাবতে বসেছি

ছপল কড়ি দিয়ে খোকা
কিনবে মিঠে পান
পোষা মিনি গাইবে তখন
ঘুম পাড়ানি গান
সেই গানেতে যাদু আছে
ভরিয়ে দেবে প্রাণ

খোকা ঘুমালো পাড়া জুড়ালো
বর্গি এল দেশে
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে?

ঘুম ঘুম ঘুম ঘুমের পরী
আয়রে ছুটে আয়
খোকন যাবে শশুড়বাড়ি
ময়ূরপঙ্খী লায়
নাউ চলছে হেলে দুলে
নদীর জলে ভেসে
খোকা ঘুমালো পাড়া জুড়ালো
বর্গি এল দেশে

খোকা ঘুমালো পাড়া জুড়ালো
বর্গি এল দেশে
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দেব কিসে?
খোকা ঘুমালো পাড়া জুড়ালো



Credits
Writer(s): Japamala Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link