Aam Pata Jora Jora

আমপাতা জোড়া জোড়া
মারবো চাবুক, চড়বো ঘোড়া
ওরে দিদি, সরে দাঁড়া, সরে দাঁড়া
আসছে আমার পাগলা ঘোড়া
সরে দাঁড়া, সরে দাঁড়া

আমপাতা জোড়া জোড়া
মারবো চাবুক, চড়বো ঘোড়া
ওরে দিদি, সরে দাঁড়া, সরে দাঁড়া

পাগলা ঘোড়া খেপেছে
বন্দুক ছুড়ে মেরেছে
পাগলা ঘোড়া খেপেছে
বন্দুক ছুড়ে মেরেছে

ওরে দিদি সরে দাঁড়া
সরে দাঁড়া, সরে দাঁড়া
আসছে আমার পাগলা ঘোড়া
সরে দাঁড়া, সরে দাঁড়া

আমপাতা জোড়া জোড়া
মারবো চাবুক–

দিদি লো দিদি, একটা কথা, একটা কথা

দিদি লো দিদি, একটা কথা
কী কথা? ব্যাঙের মাথা
কী ব্যাঙ? সরু ব্যাঙ
কী সরু? বামন গোরু
কী বামন? ভাট বামন
কী ভাট? কুয়া কাট
কী কুয়া? চিকি কুয়া
কী চিকি? সোনার চিকি
কী সোনা? ছাইখানা
তার অর্ধেক ভাগ নে না
দিদি লো দিদি একটা কথা
একটা কথা, একটা কথা

নাকের বদলে নড়ুন পেলাম
টাক ডুমাডুম ডুমডুম ডুমডুম ডুম

নাকের বদলে নড়ুন পেলাম
টাক ডুমাডুম ডুম
হারুয়ার বদলে হারুয়া পেলাম
টাক ডুমাডুম ডুম
হারুয়ার বদলে ঢাক পেলাম
টাক ডুমাডুম ডুম
ঢাকের বদলে টোপর পেলাম
টাক ডুমাডুম ডুম
টোপরের বদলে বউ পেলাম
টাক ডুমাডুম ডুম
আরে নাকের বদলে নড়ুন পেলাম
টাক ডুমাডুম ডুমডুম ডুমডুম ডুম

দিদিভাই চাল ভাজা খায়
নয়না মাছের মুড়ো
হাজার টাকার বউ এনেছি
খাঁদা নাকের চুড়ো

দিদিভাই চাল ভাজা খায়
নয়না মাছের মুড়ো
দিদিভাই চাল ভাজা খায়
নয়না মাছের মুড়ো
হাজার টাকার বউ এনেছি
খাঁদা নাকের চুড়ো
দিদিভাই চাল ভাজা খায়
নয়না মাছের মুড়ো

এই খাঁদা হোক, বোচা হোক
সব সইতে পারি
ঝাপটা কাটা মুখ নাড়াটা
সইতে আমার বয়ে গেছে ভারি
হাজার টাকার বউ এনেছি
খাঁদা নাকের চুড়ো

দিদিভাই চাল ভাজা খায়
নয়না মাছের মুড়ো
দিদিভাই চাল ভাজা খায়
নয়না মাছের মুড়ো



Credits
Writer(s): Japamala Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link