Ki Bolechho Ki Korechho

কি বলেছ?, কি বলেছ?
আহাঃ কি করেছ তোমরা?
আমার গৌরী মায়ের
মুখটি কেন গোমড়া?

কি বলেছ?, কি বলেছ?
আহাঃ কি করেছ তোমরা?
আমার গৌরী মায়ের
মুখটি কেন গোমড়া?

ও সে দুধের বাটি ছোয় না
কেন পালঙ্কে আর শোয় না?
ও সে দুধের বাটি ছোয় না
কেন পালঙ্কে আর শোয় না?
আহাঃ ঘুম ভুলেছে ডাগর ডাগর
আঁখির কালো ভোমরা
আহাঃ কি বলেছ?, কি বলেছ?

ঘরের দাওয়ায় পা ছরিয়ে
গৌরী বসে ভাবে
জামাই বাড়ি তত্ত চাবে
তত্ত কথায় পাবে?
না না সে তো জানে না

থাকার ভিতর সুতির জামা
পুতির মালা আছে
এই দিয়ে কি কুটুমবাড়ি
মান ইজ্জৎ বাঁচে
না না মান বাঁচে না

শাউড়ী ননদিনী মেয়ের
বড্ড হোমরা চোমরা
শাউড়ী ননদিনী মেয়ের
বড্ড হোমরা চোমরা

ও সে দুধের বাটি ছোয় না
কেন পালঙ্কে আর শোয় না?
আহাঃ ঘুম ভুলেছে ডাগর ডাগর
আঁখির কালো ভোমরা
আহাঃ কি বলেছ?, কি বলেছ?

সাত যত তার ছোট্ট কুপে
সাধ্য যে নেই তত
তাই সুতির জামা পুতির মালা
নয় যে মনের মতো

সাত যত তার ছোট্ট কুপে
সাধ্য যে নেই তত
তাই সুতির জামা পুতির মালা
নয় যে মনের মতো

আলতা, সাবান, তেলটা না হয়
মাসির কেনেই নেবে
আংটি, ঘড়ি সাত জচরি
কো থেকে সে নেবে?
সে তো কেউ দেবে না

দোহাই তোমার বাচ্ছু দাদা
দোহাই নতুন মামা
গৌরী মায়ের পুতুল ফেতাও
নতুন কাপড় জামা
না না কেউ হেস না

চকচকে চাই চলবে না আজ
ময়লা ছেড়া নোংরা
চকচকে চাই চলবে না আজ
ময়লা ছেড়া নোংরা

ও সে দুধের বাটি ছোয় না
কেন পালঙ্কে আর শোয় না?
আহাঃ ঘুম ভুলেছে ডাগর ডাগর
আঁখির কালো ভোমরা
আহাঃ কি বলেছ?, কি বলেছ?
কি বলেছ?, কি বলেছ?
কি বলেছ?



Credits
Writer(s): Japamala Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link