Amar Bhromon

তোমার বাড়িতে যাই
কেউ তা জানে না, না বাতাস কাক-পক্ষি

ইট ভাঙ্গা পথ কর্কট ক্রান্তির ছায়া
না নিদমহল
জানে শুধু একান্ত সে আমার ভ্রমণ
জানে শুধু একান্ত সে আমার ভ্রমণ

তোমার বাড়িতে যাই
কেউ তা জানে না, না বাতাস কাক-পক্ষি
ইট ভাঙ্গা পথ কর্কট ক্রান্তির ছায়া
না নিদমহল
জানে শুধু একান্ত সে আমার ভ্রমণ
জানে শুধু একান্ত সে আমার ভ্রমণ

থাকো কি থাকো না
কিবা আসে যায়
স্পর্শ করি ওমনি তোমার বালিশে
ঘ্রাণ নেই তোমার ছায়ায়

ইট ভাঙ্গা পথ কর্কট ক্রান্তির ছায়া
না নিদমহল
জানে শুধু একান্ত সে আমার ভ্রমণ
জানে শুধু একান্ত সে আমার ভ্রমণ

হাত ধরে বসে থাকি চেয়ে অপলক
কত না কত প্রহর
এই ভাবে রাত যায় আমার
যায় দিন আসে
বিপন্ন সে নগর

ইট ভাঙ্গা পথ কর্কট ক্রান্তির ছায়া
না নিদমহল
জানে শুধু একান্ত সে আমার ভ্রমণ
জানে শুধু একান্ত সে আমার ভ্রমণ
জানে শুধু একান্ত সে আমার ভ্রমণ
জানে শুধু একান্ত সে আমার ভ্রমণ



Credits
Writer(s): Bappa Majumder, Sanjib Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link