Abar Keno Pichu Dako

শেষ ঠিকানায় পৌঁছে দিয়ে
আবার কেন পিছু ডাকো?
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো

শেষ ঠিকানায় পৌঁছে দিয়ে
আবার কেন পিছু ডাকো?
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো

তোমার বুকের তাবুতে আশ্রয় দিয়ে কিছু দিন
আবার করে দাও আমাকে তুমি বেদুঈন

তোমার বুকের তাবুতে আশ্রয় দিয়ে কিছু দিন
আবার করে দাও আমাকে তুমি বেদুঈন

তাই অজানায় দিয়েছি পাড়ি
অনেক সুখে তুমি থাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো

শেষ ঠিকানায় পৌঁছে দিয়ে
আবার কেন পিছু ডাকো?
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো

আবার বুকে কী আশায় নঙ্গর করো আজ মন?
কোথাও মাটি নেই, দুঃখের জলেরই প্লাবন

আবার বুকে কী আশায় নঙ্গর করো আজ মন?
কোথাও মাটি নেই, দুঃখের জলেরই প্লাবন

সেই সিমানায় চলে যাবো আজ
ফেরার তো পথ নেই সাঁকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো

শেষ ঠিকানায় পৌঁছে দিয়ে
আবার কেন পিছু ডাকো?
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো

শেষ ঠিকানায় পৌঁছে দিয়ে
আবার কেন পিছু ডাকো?
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো
ফিরে আসবো নাকো



Credits
Writer(s): Ahmed Imtiaz Bulbul
Lyrics powered by www.musixmatch.com

Link