Vara Kore Anbi Manush

ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে
ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে

সে যদি পায় রে খবর, কেমনে দিবি লাশের কবর?
সে যদি পায় রে খবর, কেমনে দিবি লাশের কবর?
আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে

ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে

ও তার হৃদয় যেন পবিত্র ওই মদিনারই মাটি
আমি তার হৃদয়ে বিছাইয়াছি জায়নামাজের পাটি রে
জায়নামাজের পাটি

ও তার হৃদয় যেন পবিত্র ওই মদিনারই মাটি
আমি তার হৃদয়ে বিছাইয়াছি জায়নামাজের পাটি রে
জায়নামাজের পাটি

পাঁচ ওয়াক্ত মোনাজাতে বলিতো সে জোড়া হাতে
পাঁচ ওয়াক্ত মোনাজাতে বলিতো সে জোড়া হাতে
আখেরাতের পরেও যেন আমারে সে ভালোবাসে
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে

ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে
সে যদি পায় রে খবর, কেমনে দিবি লাশের কবর?
আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে

আমার নামাজ-রোজার সকল সওয়াব দাও গো বিধি তারে
যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে গো
সে আসিতে পারে

আমার নামাজ-রোজার সকল সওয়াব দাও গো বিধি তারে
যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে গো
সে আসিতে পারে

যদি না তারে পাবো, নরকে হেঁটে যাবো
যদি না তারে পাবো, নরকে হেঁটে যাবো
স্বর্গ যে তারই বুকে, দেখেছি তা বারো মাসে
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে

ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে
সে যদি পায় রে খবর, কেমনে দিবি লাশের কবর?
আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে
চারিদিকে রাখবি নজর, সে না যেন দেখতে আসে



Credits
Writer(s): Ahmed Imtiaz Bulbul
Lyrics powered by www.musixmatch.com

Link