Aj Jhor Hobe Bristi Hobe

আজ ঝড় হবে, আজ বৃষ্টি হবে
আজ এই ধরায় অনাসৃষ্টি হবে

আজ ঝড় হবে, আজ বৃষ্টি হবে
আজ এই ধরায় অনাসৃষ্টি হবে
আজ ঝড় হবে, আজ বৃষ্টি হবে
আজ এই ধরায় অনাসৃষ্টি হবে

আজ এই দিন তোমার আসার সেদিন
আজ এই দিন চলে যাবার সেদিন

আজ ঝড় হবে, আজ বৃষ্টি হবে
আজ এই ধরায় অনাসৃষ্টি হবে

মরণ আমায় ডেকে বলে, "শোন
তোকে মেরে নিন্দাতে ভরবে জীবন"
মরণ আমায় ডেকে বলে, "শোন
তোকে মেরে নিন্দাতে ভরবে জীবন"
বলে, "বেঁচে থাক, কিছু দিন যাক
কোনোদিন তার শুভদৃষ্টি হবে
কোনোদিন তার শুভদৃষ্টি হবে"

আজ এই দিন তোমার আসার সেদিন
আজ এই দিন চলে যাবার সেদিন

আজ ঝড় হবে, আজ বৃষ্টি হবে
আজ এই ধরায় অনাসৃষ্টি হবে

জীবন আমায় দেয় উপদেশ
বলে, "তোর পথচলা এখানেই শেষ"
জীবন আমায় দেয় উপদেশ
বলে, "তোর পথচলা এখানেই শেষ
ভুল সবই ভুল, তবু রাখ ফুল
কোনোদিন তার শুভদৃষ্টি হবে
কোনোদিন তার শুভদৃষ্টি হবে"

আজ এই দিন তোমার আসার সেদিন
আজ এই দিন চলে যাবার সেদিন

আজ ঝড় হবে, আজ বৃষ্টি হবে
আজ এই ধরায় অনাসৃষ্টি হবে

আজ এই দিন তোমার আসার সেদিন
আজ এই দিন চলে যাবার সেদিন

আজ ঝড় হবে, আজ বৃষ্টি হবে
আজ এই ধরায় অনাসৃষ্টি হবে



Credits
Writer(s): Ahmed Imtiaz Bulbul
Lyrics powered by www.musixmatch.com

Link