Lengta Chilam Valo Chilam

আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম
আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম
ভালো ছিল শিশুকাল

মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল

আমি আবার ল্যাংটা হয়ে গেছি
আমি আবার ল্যাংটা হয়ে গেছি
দশ জনারে খবর দে
মায়ের কবর যেখানেতেই সেইখানেতেই কবর দে
মায়ের কবর যেখানেতেই সেইখানেতেই কবর দে

আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম
আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম
ভালো ছিল শিশুকাল

মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল
মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল

মা গো, ফাঁসির দড়ি গলায় দিয়া মৃত্যু যেমন কষ্টকর
তেমন কষ্টে ছিলাম, মা গো, এই দুনিয়ায় জীবনভর
মা গো, ফাঁসির দড়ি গলায় দিয়া মৃত্যু যেমন কষ্টকর
তেমন কষ্টে ছিলাম, মা গো, এই দুনিয়ায় জীবনভর

মা গো, চুমায় চুমায় দিস রে ভরে
মা গো, চুমায় চুমায় দিস রে ভরে
তোর ছেলের এই দুটো গাল

মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল
মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল

মা গো, হাতুড় দিয়া পাথর কুচি যেমন কইরা করে হায়
তেমন দুঃখের হাতুড়, মা গো, মারসে মানুষ কলিজায়
মা গো, হাতুড় দিয়া পাথর কুচি যেমন কইরা করে হায়
তেমন দুঃখের হাতুড়, মা গো, মারসে মানুষ কলিজায়

মা গো, অনেক ক্ষুধা পেটে আমার
মা গো, অনেক ক্ষুধা পেটে আমার
দিস, মা গো, ভাত পুরা থাল

মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল
মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল

আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম
আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম
ভালো ছিল শিশুকাল

মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল

আমি আবার ল্যাংটা হয়ে গেছি
আমি আবার ল্যাংটা হয়ে গেছি
দশ জনারে খবর দে
মায়ের কবর যেখানেতেই সেইখানেতেই কবর দে
মায়ের কবর যেখানেতেই সেইখানেতেই কবর দে

আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম
আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম
ভালো ছিল শিশুকাল

মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল
মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল
মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল



Credits
Writer(s): Ahmed Imtiaz Bulbul
Lyrics powered by www.musixmatch.com

Link