Bonophuler Tumi Manjari

বনফুলের তুমি মঞ্জরি গো
তোমার নেশায় পথিক-ভ্রমর
ব্যাকুল হল গুঞ্জরি গো
বনফুলের তুমি মঞ্জরি গো
তোমার নেশায় পথিক-ভ্রমর
ব্যাকুল হল গুঞ্জরি গো
বনফুলের তুমি মঞ্জরি গো

তুমি মায়ালোকের নন্দিনী, নন্দনের আনন্দিনী
তুমি মায়ালোকের নন্দিনী, নন্দনের আনন্দিনী
ধূলির ধরার বন্দিনী
তুমি ধূলির ধরার বন্দিনী
যাও গহন কাননে সঞ্চরি গো

বনফুলের তুমি মঞ্জরি গো

মৃদু পরশ-কুণ্ঠিতা তুমি বালিকা
বল্লভ-ভীতা পল্লব অবগুণ্ঠিতা মুকুলিকা

তুমি প্রভাত বেলায় মঞ্জরি
লাজে সন্ধ্যায় যাও গো ঝরি
তুমি প্রভাত বেলায় মঞ্জরি
লাজে সন্ধ্যায় যাও গো ঝরি
অরণ্যা-বল্লরি শোভা
তুমি অরণ্যা-বল্লরি শোভা
ফুল্ল-পল্লী-সুন্দরী গো

বনফুলের তুমি মঞ্জরি গো
তোমার নেশায় পথিক-ভ্রমর
ব্যাকুল হল গুঞ্জরি গো
বনফুলের তুমি মঞ্জরি গো



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link