Jharlo Jey Phul Photaar

ঝরল যে ফুল ফোটার আগেই
তারি তরে কাঁদি, হায়
মুকুলে যার মুখের হাসি
চোখের জলে নিভে যায়
ঝরল যে ফুল ফোটার আগেই
তারি তরে কাঁদি, হায়

হায় যে বুলবুল গুল-বাগিচায়
গোলাপকুঁড়ির গাইত গান
হায় যে বুলবুল গুল-বাগিচায়
গোলাপকুঁড়ির গাইত গান

আকুল ঝড়ে আজ সে পড়ে
পথের ধূলায় মূরছায়
পথের ধূলায় মূরছায়

সুখ-নদীর উপকূলে
বাঁধিল যে সোনার ঘর
আজ কাঁদে সে গৃহ-হারা
বালুচরে নিরাশায়
বালুচরে নিরাশায়

যাবার যারা, যায় না তারা
থাকে কাঁটা, ঝরে ফুল
শুকায়ে নদী মরুর বুকে
প্রভাত-আলো মেঘে ছায়

ঝরল যে ফুল ফোটার আগেই
তারি তরে কাঁদি, হায়
মুকুলে যার মুখের হাসি
চোখের জলে নিভে যায়
চোখের জলে নিভে যায়



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link