Bhul Kori Jodi

ভুল করে যদি ভালোবেসে থাকি
ক্ষমিও সে অপরাধ
ক্ষমিও সে অপরাধ
অসহায় মনে কেন জেগেছিল ভালবাসিবার সাধ
ক্ষমিও সে অপরাধ

কত জন আসে তব ফুলবন
মলয়, ভ্রমর, চাঁদের কিরণ
তেমনি আমিও আসি অকারণ অপরূপ উন্মাদ

ক্ষমিও সে অপরাধ

তোমার হৃদয়-শূন্যে জ্বলিছে কত রবি শশী তারা
তারি মাঝে আমি ধূমকেতু সম এসেছিনু পথহারা
তবু জানি প্রিয় একদা নিশীথে
মনে পড়ে যাবে আমারে চকিতে
সহসা জাগিবে উৎসব-গীতে সকরুণ অবসাদ
ক্ষমিও সে অপরাধ

ভুল করে যদি ভালোবেসে থাকি
ক্ষমিও সে অপরাধ
ক্ষমিও সে অপরাধ



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link