Aabaar Bhaalo Baashaar

আবার ভালোবাসার সাধ জাগে
জাগে ভালোবাসার সাধ জাগে
সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ
আমার চোখে আজ নতুন লাগে
আবার ভালোবাসার সাধ জাগে

যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে
সাধ চায় ধরি তারে বুকে জড়ায়ে
উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায়
সোনার গোধূলি-রাগে
সোনার গোধূলি-রাগে

আবার ভালোবাসার সাধ জাগে

আবার ফাগুন-সমীরণ কেন বহে
আবার ভুবন ভরি বেজে ওঠে বাঁশরি অসীম বিরহে
তপোবনের বুকে ঝরনার সম
কে এলে সহসা হে প্রিয়তম
মাথুরের গোকুল সহসা রাঙাইলে
মাথুরের গোকুল সহসা রাঙাইলে রাসের কুঙ্কুম-ফাগে

আবার ভালোবাসার সাধ জাগে
জাগে ভালোবাসার সাধ জাগে



Credits
Writer(s): Kazi Islam
Lyrics powered by www.musixmatch.com

Link