Chhakka Panja Tekka

ছক্কা, পাঞ্জা, টেক্কা, ভাই রে, পকেট করলো ফক্কা
Whiskey, gin ছিল যে তাই
এ মনটা পেয়েছে রক্ষা, ভাই রে
ছক্কা, পাঞ্জা, টেক্কা, ভাই রে, পকেট করলো ফক্কা
Whiskey, gin ছিল যে তাই
এ মনটা পেয়েছে রক্ষা, ভাই রে
ছক্কা, পাঞ্জা, টেক্কা, ভাই রে, পকেট করলো ফক্কা

একটি কথাসার জেনেছি, বলছি শোনো পষ্ট
এক চুমুকে ভুলবে দেখো আছে যত কষ্ট
স্বর্গ কিংবা নিদেনপক্ষে পারবে যেতে মক্কা

Whiskey, gin ছিল যে তাই
এ মনটা পেয়েছে রক্ষা, ভাই রে
ছক্কা, পাঞ্জা, টেক্কা, ভাই রে, পকেট করলো ফক্কা

দু'টো দু'টো চারটে কিংবা, পাঁচটা পাঁচটা ১২
ধার ধারি না সে হিসেবের, খোঁজ রাখি না কারো
কে আছে সুখেতে আর কে পেলো মনে ধাক্কা
কে বাবা! ও!

Whiskey, gin ছিল যে তাই
এ মনটা পেয়েছে রক্ষা, ভাই রে
ছক্কা, পাঞ্জা, টেক্কা, ভাই রে, পকেট করলো ফক্কা

ন্যায্য বা অন্যায্য বলে কিছুই আমি মানি না
দুঃখ আর সুখের তফাৎ কি, সে তো আমি জানি না
ছোট আছি বলে কারো করি না তোয়াক্কা

Whiskey, gin ছিল যে তাই
এ মনটা পেয়েছে রক্ষা, ভাই রে
ছক্কা, পাঞ্জা, টেক্কা, ভাই রে, পকেট করলো ফক্কা



Credits
Writer(s): Abhijit Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link