Meghela Dupure

মেঘলা দুপুরে হাওয়ার নূপুরে
ভেঙেছে মনেরই ঘুম
তোমারই ছোঁয়াতে হৃদয়টা রাঙাতে
রেখেছি দৃষ্টি নিঝুম

দূরে তুমি, এ ক্ষণে মন কি মানে?
ঝিরিঝিরি এ যাতনা সয় না প্রাণে

মেঘলা দুপুরে হাওয়ার নূপুরে
ভেঙেছে মনেরই ঘুম
তোমারই ছোঁয়াতে হৃদয়টা রাঙাতে
রেখেছি দৃষ্টি নিঝুম

এঁকে যাই তোমাকে রংধনুর সাত রঙে
এঁকে যাই তোমাকে
ও, এঁকে যাই তোমাকে রংধনুর সাত রঙে

তুমি জানো না তোমাকে নিয়ে হারাই স্বপ্নলোকে
তুমি বোঝো না তোমাকে ছাড়া কী করে কাটছে কাল

মেঘলা দুপুরে হাওয়ার নূপুরে
ভেঙেছে মনেরই ঘুম
তোমারই ছোঁয়াতে হৃদয়টা রাঙাতে
রেখেছি দৃষ্টি নিঝুম

ডেকে যাই তোমাকে নির্জনে আলাপনে
ডেকে যাই তোমাকে
ও, ডেকে যাই তোমাকে নির্জনে আলাপনে

তুমি জানো না তোমাকে নিয়ে হারাই স্বপ্নলোকে
তুমি বোঝো না তোমাকে ছাড়া কী করে কাটছে কাল

মেঘলা দুপুরে হাওয়ার নূপুরে
ভেঙেছে মনেরই ঘুম
তোমারই ছোঁয়াতে হৃদয়টা রাঙাতে
রেখেছি দৃষ্টি নিঝুম



Credits
Writer(s): Arfin Rumey, Robiul Islam Jibon
Lyrics powered by www.musixmatch.com

Link