Jani Tumi

তুমি কি দেখেছ?
নীল আকাশে সাদা-কালো কত মেঘ ভাসে
ভোর হলে হেসে ওঠে সূর্যেরই সাথে

তুমি কি দেখেছ?
নীল আকাশে সাদা-কালো কত মেঘ ভাসে
ভোর হলে হেসে ওঠে সূর্যেরই সাথে
তোমার জন্য সব সময়, যে বোঝে সে বোঝে
দুঃখ পেলে কেঁদে ওঠে তোমারই সাথে

দেখেছ কি তারই হাসি কখনো?
শুনেছ কি তারই কথা?
বুঝেছ কি তাকে তুমি কখনো?
বুঝেছ কি তারই ব্যথা?

জানি
জানি, তুমি দেখোনি
জানি, তুমি শোনোনি
জানি, তুমি বোঝোনি তাকে কখনো

উদাস এ দুপুরে সুর তুলে নূপুরে
যখন তুমি থাকো আনমনায়
উদাস এ দুপুরে সুর তুলে নূপুরে
যখন তুমি থাকো আনমনায়
তখন তোমার সাথে সঙ্গ দিতে আসে
দখিনা হাওয়া তার ছোঁয়া নিয়ে

দেখেছ কি তাকে তুমি কখনো?
শুনেছ কি তারই কথা?
বুঝেছ কি তাকে তুমি কখনো?
বুঝেছ কি তারই ব্যথা?

জানি
জানি, তুমি দেখোনি
জানি, তুমি শোনোনি
জানি, তুমি বোঝোনি তাকে কখনো

তুমি কি দেখেছো?
নীল আকাশে সাদা-কালো কত মেঘ ভাসে
ভোর হলে হেসে ওঠে সূর্যেরই সাথে
তোমার জন্য সব সময়, যে বোঝে সে বোঝে
দুঃখ পেলে কেঁদে ওঠে তোমারই সাথে

দেখেছ কি তারই হাসি কখনো?
শুনেছ কি তারই কথা?
বুঝেছ কি তাকে তুমি কখনো?
বুঝেছ কি তারই ব্যথা?

জানি
জানি, তুমি দেখোনি
জানি, তুমি শোনোনি
জানি, তুমি বোঝোনি তাকে কখনো



Credits
Writer(s): Porshi, Shondhi, Swakkhar
Lyrics powered by www.musixmatch.com

Link