Ghono Meghe Dhala

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী?
বাদল নিঝরে শুধু মনে পড়ে
বাদল নিঝরে শুধু মনে পড়ে
সে দু'টি কাজল ঝরিনী

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী?

এ ঘোর আঁধারে সে খোঁজে তোমারে
"এসো বঁধু" বলি ডাকে বারেবারে
এ ঘোর আঁধারে সে খোঁজে তোমারে
"এসো বঁধু" বলি ডাকে বারেবারে
বিরহীর লাগি আছো কী গো জাগি?
বিরহীর লাগি আছো কী গো জাগি?
কাটে কি কাঁদিয়া যামিনী?

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী?

ক্রুদ্ধ আকাশ, রুদ্ধ দুয়ার
তুমি কি গো তারই সেই মুখভার?
ক্রুদ্ধ আকাশ, রুদ্ধ দুয়ার
তুমি কি গো তারই সেই মুখভার?
সহসা বিজলি উঠিছে উজলি
তুমি কি গো সেই দামিনী?

কাটি যাবে যবে বরষার রাত
আসিবে হাসিয়া সোনার প্রভাত
কাটি যাবে যবে বরষার রাত
আসিবে হাসিয়া সোনার প্রভাত
তেমতি হাসিয়া, হৃদি বিলাসিয়া
তেমতি হাসিয়া, হৃদি বিলাসিয়া
আসিয়ো মধুরহাসিনী

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী?
বাদল নিঝরে শুধু মনে পড়ে
বাদল নিঝরে শুধু মনে পড়ে
সে দু'টি কাজল ঝরিনী

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
তুমি কি গো সেই মানিনী?



Credits
Writer(s): Atul Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link