Krisno Bole Amar Radha

কৃষ্ণ বলে, "আমার রাধে, বদন তুলে চাও"
আর রাধা বলে, "কেন মিছে আমারে জ্বালাও?
মরি নিজের জ্বালায়"

কৃষ্ণ বলে, "রাধে, দুটো প্রাণের কথা কই"
আর রাধা বলে, "এখন তাতে মোটেই রাজি নই
সরো, ধোঁয়ায় মরি"

কৃষ্ণ বলে, "সবাই বলে আমার মোহন বেণু"
আর রাধা বলে, "ওহো, শুনে আমি মরে গেনু
আমায় ধরো, ধরো"

কৃষ্ণ বলে, "পীতধড়া বলে আমায় সবে"
আর রাধা বলে, "বটে, হল মোক্ষ লাভটি তবে
থাক আর খাওয়া দাওয়া"

কৃষ্ণ বলে, "আমার রূপে ত্রিভুবন আলো"
আর রাধা বলে, "তবু যদি না হতে মিশকালো
রূপ তো ছাপিয়ে পড়ে"

কৃষ্ণ বলে, "আমার গুণে মুগ্ধ ব্রজবালা"
আর রাধা বলে, "ঘুম হচ্ছে না, এ তো ভারী জ্বালা!
তাতে আমারই কী!"

কৃষ্ণ বলে, "শুনি হরি লোকে আমায় কয়"
আর রাধা বলে, "লোকের কথা করো না প্রত্যয়
লোকে কী না বলে!"

কৃষ্ণ বলে, "রাধে, তোমার কী রূপেরই ছটা!"
আর রাধা বলে, "হ্যাঁ, হ্যাঁ, কৃষ্ণ, হ্যাঁ, হ্যাঁ, তাহা বটে
সেটা সবাই বলে"

কৃষ্ণ বলে, "রাধে, তোমার কী বা চারূ কেশ"
আর রাধা বলে, "কৃষ্ণ, তোমার পছন্দটা বেশ
সেটা বলতেই হবে"

কৃষ্ণ বলে, "রাধে, তোমার দেহ স্বর্ণলতা"
আর রাধা বলে, "কৃষ্ণ, তোমার খাসা মিষ্টি কথা
যেন সুধা ঝরে"

কৃষ্ণ বলে, "এমন বর্ণ দেখিনি তো কভু"
আর রাধা বলে, "হ্যাঁ, আজ সাবান মাখিনি তো তবু
নইলে আরো সাদা"

কৃষ্ণ বলে, "তোমার কাছে রতি কোথায় লাগে?"
রাধা বলে, "এসব কথা বললেই হত আগে
গোল তো মিটেই যেত"



Credits
Writer(s): Dwijendralal Roy
Lyrics powered by www.musixmatch.com

Link