Phaki Diye Praner Pakhi

ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল, আর এলো না
ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল, আর এলো না
কু দিয়ে কোথা গেল, কোথায়, আমার প্রাণ মানে না
কু দিয়ে কোথা গেল, কোথায়, আমার প্রাণ মানে না
ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল, আর এলো না

বলো সখী কোথায় যাবো, কোথায় গেলে পাখি পাবো
বলো সখী কোথায় যাবো, কোথায় গেলে পাখি পাবো
পুলিশে কি খবর দেবো
পুলিশে কি খবর দেবো, বলো তো জানাই গে থানা
পুলিশে কি খবর দেবো, বলো তো জানাই গে থানা

ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল, আর এলো না

এমন ধনী কে শহরে, আমার পাখি কিনতে পারে
এমন ধনী কে শহরে, আমার পাখি কিনতে পারে
দেখলে পরে মেরে ধরে
দেখলে পরে মেরে ধরে কেড়ে নেবো প্রাণ-ময়না
দেখলে পরে মেরে ধরে কেড়ে নেবো প্রাণ-ময়না

ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল, আর এলো না
ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল, আর এলো না
কু দিয়ে কোথা গেল, কোথায়, আমার প্রাণ মানে না
কু দিয়ে কোথা গেল, কোথায়, আমার প্রাণ মানে না
ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল, আর এলো না
ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল, আর এলো না



Credits
Writer(s): Bhaswati Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link