Minoti Kori Giridhari

মিনতি করি, গিরিধারী, গিরিধারী
মিনতি করি, গিরিধারী
মেরো না, মেরো না ওগো
মেরো না পিচকারি

মিনতি করি, গিরিধারী, গিরিধারী
মিনতি করি, গিরিধারী

গগরী ভরনে হায় এসেছি যে যমুনায়
গগরী ভরনে হায় এসেছি যে যমুনায়
রঙ যদি লাগে গায়, রঙ যদি লাগে গায়
রঙ যদি লাগে গায়, ভিজে যাবে শাড়ি

মিনতি করি, গিরিধারী, গিরিধারী
মিনতি করি, গিরিধারী

শ্যাম-কলঙ্কে কলঙ্কিনী নাম
শাশুড়ি ননদী পতি সেও বাম
শ্যাম-কলঙ্কে কলঙ্কিনী নাম
শাশুড়ি ননদী পতি সেও বাম

পথেঘটে শুধু উড়ি, বলো কী উপায় করি?
পথেঘটে শুধু উড়ি, বলো কী উপায় করি?
যেতে দাও শ্যামরায়, যেতে দাও শ্যামরায়
যেতে দাও শ্যামরায়, পথ দাও ছাড়ি

মিনতি করি, গিরিধারী, গিরিধারী
মিনতি করি, গিরিধারী
মেরো না, মেরো না ওগো
মেরো না পিচকারি

মিনতি করি, মিনতি করি
মিনতি করি, গিরিধারী



Credits
Writer(s): Chinmoy Lahiri
Lyrics powered by www.musixmatch.com

Link